টানা দুই ম্যাচে পেনাল্টি মিস করার পর কড়া সমালোচনায় পড়েছিলেন কিলিয়ান এমবাপে। কোচ কার্লো আনচেলত্তি মনে করেন আত্মসমালোচনাও করেছেন এই তারকা, গোটা দলও কাজ করেছে নিজেদের ভুল নিয়ে। যা তাদের লেঞ্জিং সময়কাল অতিক্রম করতে সাহায্য করেছে।
রোববার সেভিয়ার বিপক্ষে হোম ম্যাচে ৪-২ গোলে জিতেছে রিয়াল। এই জয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলে বার্সেলোনাকে টপকে গেছে রিয়াল। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে পিছিয়ে আছে কেবল এক পয়েন্টে।
দলের জয়ে ২৬ বছর বয়সী ফরাসি তারকা প্রথম গোল করেন। আরও একটি গোলের সহায়তা করেন। এছাড়াও গোল ফেদরিকো ভালভার্দে, রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজ।
তবে দলের ছুটে চলায় বড় ভূমিকা এমবাপের। তিনি গত আট ম্যাচে ছয় গোল করেছেন, তাতে এক ম্যাচ কম খেলে বার্সা থেকে দুই পয়েন্টে এগুতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রীষ্মকালীন ট্রান্সফারের পরে স্প্যানিশ ক্লাবে মানিয়ে নিতে এমবাপে সংগ্রাম করেছিলেন। ফর্মের হ্রাস এবং সংক্ষিপ্ত সময়ের জন্য সাইডলাইনে থাকার অভিজ্ঞতাও লাভ করেছিলেন।
রাজত্বকারী চ্যাম্পিয়ন রিয়াল মৌসুমের শুরুতে তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে সংগ্রাম করেছিল এবং অক্টোবরে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল।
ইতালীয় কোচ স্বীকার করেছেন যে, আদর্শ মনোভাবের অভাব তার তারকাখচিত দলকে পিছিয়ে দিয়েছিল। তবে আত্মদর্শন আবার তাদের ফিরিয়েছে কক্ষে।
এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগেও ধুঁকেছে রিয়াল। এসি মিলানের কাছে ভুগতে হয়েছে বড় হারে। আনচেলত্তি জানান এরপরই নিজেদের ভুল নিয়ে বোধের জায়গায় চলে যান তারা, ‘এসি মিলানের বিরুদ্ধে পরাজয়ের পরে, আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে বিষয়গুলো সাজিয়েছিলাম।’
‘আত্মসমালোচনা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে যে আমরা কী কী অভাব করছিলাম, যা ছিল কিছুটা মনোভাবের অভাব, সামগ্রিক নিবেদনের অভাব, আরও কিছুটা ছুটে যাওয়ার তাগিদ পাচ্ছিলাম। আমরা আবার সেভাবেই কাজ করতে শুরু করেছি যা আমাদের করা উচিত ছিল… এমবাপেও আত্মসমালোচনামূলক হয়েছে এবং এ কারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে যা জটিল হতে পারত।’
শেষ হতে যাওয়া বছরে দলকে পুরো মার্কস দিচ্ছেন আনচেলত্তি, আশা রাখছেন আগামীর সাফল্যের। তবে গত মৌসুমের মতন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুটোই জেতা যে কঠিন তা বলেছেন তিনি, ‘২০২৪ সালে আমি দলকে এ+ দিচ্ছি। গত মৌসুমটি দুর্দান্ত ছিল। আমরা (এই মৌসুমে) আরও বেশি সমস্যা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমরা সময়মতো পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম এবং ২০২৫ সালেও আশা করছি ভালো কিছুর। তবে কই জিনিস আবারও অর্জন করা সহজ নয়।’