Monday, December 23, 2024

এভারকেয়ারে চিকিৎসায় অবহেলা, চবি শিক্ষকের সন্তানের মৃত্যু

Share

চট্টগ্রাম: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চবি’র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক।

তিনি বলেন, আমার স্ত্রীর ডেলিভারির জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসায় অবহেলা করে।

অধ্যাপক আবু বকর ছিদ্দিকের স্ত্রী এভারকেয়ার হাসপাতালের গাইনির সিনিয়র কনসালটেন্ট ডা. সানজিদা কবিরের তত্ত্বাবধানে ছিলেন। তার সব রিপোর্ট ঠিকঠাক ছিলো। নরমাল ডেলিভারি সম্ভব না হলে সিজার করার অনুমতিও দেওয়া হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ১৯ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে তার স্ত্রী প্রসব বেদনা অনুভব করেন। এরপর ভোর সাড়ে ৫টায় এভারকেয়ারে পৌঁছে ডা. সানজিদা কবিরকে ফোন করে বিষয়টি অবহিত করা হয়। চিকিৎসক জরুরি বিভাগে ভর্তি হতে বলেন এবং শীঘ্রই আসবেন বলে জানান। কিন্তু এসেছেন রাত সাড়ে ৯টায়। পরে ১০টা ৫২ মিনিটে নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বললেন- মৃত বাচ্চা প্রসব হয়েছে।

তিনি দাবি করেন, ডা. সানজিদা কবির আসার আগেই অন্য চিকিৎসকদের আনাড়িপনায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। সুস্থ শিশুর হার্টবিট হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কেন ডা. সানজিদা কবিরকে আসতে আদেশ না দিয়ে অন্য চিকিৎসককে দিয়ে ডেলিভারির ব্যবস্থা করলেন তাও পরিস্কার নয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪ 
বিই/টিসি

Read more

Local News