Friday, April 4, 2025

হিথ্রো বিমানবন্দর বন্ধ: মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

Share

অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিলেট হয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায় বিজি ২০১ ফ্লাইটটি।

পরে দুপুর সোয়া ১টার দিকে সেটি আবার ঢাকায় ফিরে আসে। 

এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিমানবন্দরের বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়। এতে আজ শুক্রবার দিনভর গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিমানের বিবৃতিতে বলা হয়, বিজি ২০১ ফ্লাইটটি সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে সিলেট যায়। বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত বিরতি নিয়ে সকাল ১০টা ৪৬ মিনিটে হিথ্রোর উদ্দেশে যাত্রা শুরু করে।

কিন্তু অপ্রত্যাশিতভাবে হিথ্রো বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়, পাইলট, ক্রু ও যাত্রীসহ মোট ২৬৭ জনকে নিয়ে ফ্লাইটটি দুপুর সোয়া ১টায় ঢাকায় ফিরে আসে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, আজ হিথ্রো বিমানবন্দরে আসা-যাওয়ার কথা ছিল এমন অন্তত ১ হাজার ৩৫১টি ফ্লাইট বাতিল হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন রুটে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে। শুক্র, শনি ও রবি এই তিন দিনই হিথ্রোতে ফ্লাইট শিডিউল আছে বিমানের। 

আগামী দুইদিনের ফ্লাইটও বাতিল হতে পারে বলে বিমানের কর্মকর্তারা জানিয়েছেন।

Read more

Local News