News

Company:

Tuesday, April 8, 2025

বিদেশে ১০ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারবে দেশি স্টার্টআপ

Share

দেশীয় নিবন্ধিত স্টার্টআপ প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতদিন পর্যন্ত বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগ করতে পারত না।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশি স্টার্টআপ প্রতিষ্ঠান বিদেশে সর্বোচ্চ ১০ হাজার ডলার বিনিয়োগ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টার্টআপ প্রতিষ্ঠানকে সহায়তা করতে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের অধীনে এ অনুমতি দেওয়া হয়েছে।

বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠাতে দেশীয় উদ্যোক্তারা এখন ব্যাংকগুলোতে আবেদন করতে পারবে। তবে, আবেদনকারীদের অবশ্যই নতুন সৃজনশীল উদ্যোগ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের একই পদ্ধতিতে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে, আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরবর্তীতে বাংলাদেশে  বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে। 

Read more

Local News