Thursday, April 3, 2025

Share

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও দুজন আহত হয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে রিল্যাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

Read more

Local News