Thursday, April 17, 2025

অনেকেই ভাবে আমি ফুটবল খেলতেই জানি না: গাভি

Share

পুরো নাম অবলো পায়েজ গাভিরা, তবে গাভি নামেই পরিচিত ভক্তদের কাছে। বয়স মাত্র ২০ হলেও এরমধ্যেই অনেক সমালোচক জুটিয়ে ফেলেছেন তিনি। এমনকি অনেকেই তার ফুটবল সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন বলে জানান বার্সেলোনার এই স্প্যানিশ তরুণ মিডফিল্ডার।

মন্তজুইকে আগামীকাল বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে নামার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে উপস্থিত ছিলেন গাভি। সেখানেই বললেন, ‘অনেকেই ভাবে আমি ফুটবল খেলতেই জানি না।’

তবে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জবাব দেন সবসময় খোলামেলা কথা বলার জন্য পরিচিত আন্দালুসিয়ান এই ফুটবলার। যারা তার কারিগরি দক্ষতাকে উপেক্ষা করে শুধুমাত্র একজন শারীরিকভাবে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে দেখেন গাভিকে।

‘হ্যাঁ, আপনি যা বলছেন সেটা ঠিক। অনেকেই ভাবে আমি ফুটবল খেলতেই জানি না, অথচ তাদের কোনো ধারণাই নেই। এটা সত্যি। অবশ্য প্রত্যেকেই নিজের মতো ভাবতে পারে, সেটা ঠিকই আছে”, গাভির এমন সরাসরি ও স্পষ্ট উত্তর শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

এছাড়া বার্সেলোনাতেই অবসর নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন গাভি। যদিও সেটা এখনো অনেক দূরের বিষয়, তবুও তিনি আশা প্রকাশ করেন, ‘অবশ্যই আমি বার্সেলোনাতেই অবসর নিতে চাই, তবে কেউ জানে না ভবিষ্যতে কী হবে। ফুটবলে অনেক কিছু ঘটে, ইনজুরিও হয়, তবুও আমি সেটায় স্বাক্ষর করতাম।’

চোটের কারণে চলতি মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে গাভির। ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও পর্যাপ্ত সময় পাচ্ছেন না তিনি। সেটা নিয়েও কথা বলেছেন এই তরুণ, ‘সত্যি বলতে আমি এখন তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি না, কিন্তু এটা স্বাভাবিক, কারণ আমি অনেক বড় একটি ইনজুরি থেকে ফিরছি। আমি আমার পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে খুবই খুশি।’

শেষে কোচ ফ্লিকের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বলেন, ‘হ্যান্সি আর আমি খুব ভালোভাবে একে অপরকে বুঝি। উনি জানেন আমি একটি গুরুতর ইনজুরি থেকে ফিরেছি, এক বছর মাঠের বাইরে থাকার পর ফেরা কঠিন। তবে আমার কাছে এই মৌসুমটা দারুণ কেটেছে এবং হ্যান্সি আমার ওপর প্রচণ্ড ভরসা করেন।’

Read more

Local News