রাজধানীর জিগাতলায় পার্ক করে রাখা একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
আটক মো. আশরাফুল (২৩) রাজধানীর হাজারীবাগ এলাকার বাসিন্দা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, ভিডিওতে ঘটে যাওয়া ঘটনার কথা জানতে পেরে গতকাল রাতে হাজারীবাগ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত আশরাফুল রশিদ বই হাতে একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে টাকা দাবি করছেন। এরপর তার সঙ্গে গাড়িতে থাকা যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
প্রাইভেটকারে থাকা যাত্রীদের একজন চাঁদাবাজি নিয়ে প্রশ্ন তুললে আশরাফুল খুব জোরালোভাবে উত্তর দেন, ‘হ্যাঁ, করতেছি। কোনো সমস্যা?’
এক পর্যায়ে এক নারী যাত্রী তার নাম জানতে চাইলে তিনি জবাব দেন, ‘আমার নাম দিয়ে কী করবেন?’
ভিডিওতে আরও দেখা যায়, আশরাফুল যখন দেখেন এ ঘটনার ভিডিও করা হচ্ছে তখন তিনি আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখান।
তিনি বলেন, ‘চেহারা সুন্দর করে আসছে তো? চুল ঠিক করমু? যদি একটা চুল বাঁকা করতে পারো তাইলে কইরো… যাও।’
পরে তিনি টাকা নেন এবং ঘটনাস্থল ত্যাগ করার আগে গাড়ির যাত্রীকে একটি রসিদ দেন।
তবে তিনি অনুমোদিত পার্কিং ইজারাদারের সঙ্গে যুক্ত কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।