Wednesday, April 23, 2025

সিলেটে বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শুরু হতেও দেরি 

Share

সিলেট টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন পুরোটাই ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। পুরো দিনে খেলা হয়েছিলো কেবল ৪৪ ওভার। চতুর্থ দিনেও বৃষ্টির দাপটে সময়মত খেলা শুরু হতে পারছে না। 

রাতভর বৃষ্টির পর বুধবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি  হয়েছে সিলেটে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। এই অবস্থায় সময়মত দিনের খেলা শুরুর অবস্থা নেই। বিসিবি জানিয়েছে , সকাল ১০টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। তারপর আসতে পারে পরিস্থিতি ভেবে সিদ্ধান্ত। 

জানা গেছে, আর বৃষ্টি না হলেও রাতের বৃষ্টিতে আউটফিল্ডে জমে থাকা পানি সরিয়ে খেলা শুরু করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। অর্থাৎ চতুর্থ দিনের প্রথম সেশনও শঙ্কায় পড়ছে।

সিলেট টেস্টের তৃতীয় দিনের পর ৬ উইকেটে হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিলো বাংলাদেশ। আলোক স্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৯৪ রান। বাংলাদেশ এই লিডটাকে তিনশোর কাছে নিয়ে যেতে চায়। আর সফরকারী জিম্বাবুয়ের আশা বাংলাদেশের লিড আটকে রাখতে দুইশোর নিচে। 

Read more

Local News