Wednesday, April 23, 2025

তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি

Share

ঢাকা: তিউনিসিয়ার বিভিন্ন শহরে ৩২ জন বাংলাদেশি আটকে পড়েছেন। এদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২২ এপ্রিল) ত্রিপলির বাংলাদেশ জানিয়েছে, দূতাবাস থেকে তিউনিসিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা করা হয়েছে। তাদের আউটপাসগুলো আইওএম তিউনিসিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে দূতাবাসের প্রতিনিধি তাদের সাথে সাক্ষাৎ করে বুধবার (২৩ এপ্রিল) ২১ জনকে প্রাথমিকভাবে দেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছে। অবশিষ্টদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া দূতাবাস থেকে জানবুদা শহরে আটক দুইজন বাংলাদেশিকে ২২ এপ্রিল স্থানীয় আদালতে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে, তারা অচিরেই মুক্তি পাবেন।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
টিআর/এএটি

Read more

Local News