Wednesday, April 23, 2025

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ মাস ধরে বিকল এস্কেলেটর, যাত্রী ভোগান্তি

Share

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল এরাইভেল হলের এস্কেলেটর দীর্ঘদিন ধরে বিকল থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

দীর্ঘ যাত্রা শেষে বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামতে হচ্ছে।

চট্টগ্রাম সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, ২০০১ সালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই এস্কেলেটরটি স্থাপন করা হয়েছিল। এটি গত জানুয়ারিতে নষ্ট হয়ে যায়।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বাংলাদেশ বিমানের পাঁচটি, সালাম এয়ারের একটি এবং এয়ার এরাবিয়ার একটি—মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট প্রতিদিন যাতায়াত করে।

এসব ফ্লাইটের সাত শতাধিক যাত্রী বিমানবন্দরের এই অংশটি পায়ে হেঁটে পার হন।

বিদেশ ফেরত যাত্রী আবদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আন্তর্জাতিক বিমানবন্দর বলা হলেও চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কোনো সেবা নেই। অসুস্থ ও বৃদ্ধ যাত্রীদের কোলে তুলে নিচে নামাতে হচ্ছে।’

‘এখানে ভোগান্তি চরমে। এসব দেখার যেন কেউ নেই!’ অভিযোগ করেন তিনি।

এই ব্যাপারে কথা বলতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ডেইলি স্টারকে বলেন, ‘তিন মাস আগে এস্কেলেটরটি নষ্ট হয়ে যায়। যে কোম্পানি এটি স্থাপন করেছিল, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা সাড়া দেয়নি।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে টেন্ডার আহ্বান করা হয়েছে।’

Read more

Local News