টেলিভিশন নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল।
আজ বুধবার নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথগ্রহণ করেছেন।
তাদের শপথ পাঠ করান প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ। তিনি নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু ।
শপথ নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেছেন, ‘সংগঠনের সব সদস্যদের নিয়ে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।’
সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু শপথ নেওয়ার পর অনুভূতি জানতে চাইলে বলেন, ‘শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তাই করতে চাই।’