Wednesday, April 23, 2025

তিন দেশে মুক্তি পাচ্ছে জংলি

Share

কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে আগামী ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ঈদের সিনেমা জংলি। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি।

প্রথম সপ্তাহে কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে সিনেমাটি। যুক্তরাজ্যের স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, ‘বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার চাপ থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভাল শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে জংলি।’

এম রাহিম পরিচালিত জংলি সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, দিঘী, শিশু শিল্পী নৈঋতা।

Read more

Local News