Sunday, December 22, 2024

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

Share

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে। এ বিষয়ে সার্কুলার ইস্যু শিগগির সার্কুলার জারি হবে বলে জানান সচিব।

বিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সময় বাড়ানোর কারণও ব্যাখা দেন।

জনপ্রশাসন সচিব বলেন, ‘গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। ফলে এটা কীভাবে জমা দিতে হবে, অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।’

সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে নির্দেশনা দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্পদ বিবরণী কে কোথায় জমা দেবেন

নবম বা তদূর্ধ্ব গ্রেডের ক্যাডার/নন-ক্যাডার কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।

দশম থেকে ২০তম গ্রেডের গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীরা নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন।

সম্পদ-বিবরণী দাখিল করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে ছকটি সংগ্রহ করা যাবে। সম্পদ বিবরণীটি সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/ডিএম)

Read more

Local News