Monday, December 23, 2024

ব্যাংকার্স ফুটবল টুর্নামেন্টে সিটি ব্যাংক চ্যাম্পিয়ন 

Share

প্রথমবারের মতো ‘ব্যাংকার্স সেভেন এ সাইড ফুটবল ফেস্ট ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আসরের পৃষ্ঠপোষকতায় ছিল জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর।

১১টি ব্যাংক এতে অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সহযোগিতায় ছিল বসুন্ধরা স্পোর্টস সিটি। ফাইনালে ইউসিবি ব্যাংককে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক।

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে এইচএসবিসি ব্যাংক। এছাড়া মেঘনা ব্যাংক হয়েছে প্ল্যাটচ্যাম্পিয়ন। রানার্সআপ হয়েছে এনআরবি ব্যাংক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি‘র ডিএমডি মো. আবদুল্লা আল মামুন, এমটিবি‘র হেড অব অপারেশন গালিব হামিদ, এমএওয়াই ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রিদওয়ান সাঈদ, টিস্পোর্টসের এজিএম এ আর মল্লিক রনি এবং এইচএসবিসি‘র সোশ্যাল স্পোর্টস ক্লাবের সভাপতি নাশিদ হাসান। এসময় তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এআর

Read more

Local News