Monday, December 23, 2024

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল

Share

শর্ত ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য হস্তান্তর করার অভিযোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

হুমায়ুন কবীর বলেন, ‘ইসি থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। এর মধ্যে বিসিসি অন্যতম।’

তিনি বলেন, ‘২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তে দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্ত্বা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় বা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না মর্মে উল্লেখ থাকলেও বিসিসি কর্তৃক তা লঙ্ঘন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা জবাব দেয়নি কম্পিউটার কাউন্সিল। এরপর ৬ অক্টোবর আরেক চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।’

‘তখন কম্পিউটার কাউন্সিল যে জবাব দিয়েছে, তা কমিশনের কাছে সন্তোষজনক মনে হয়নি।’

এ ছাড়া, চুক্তি অনুযায়ী ফি বা চার্জ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় চুক্তি বাতিলযোগ্য হয়েছে বলে কমিশনের কাছে বিবেচিত হয়েছে বলে জানান তিনি।

এ জন্য গত শুক্রবার বিসিসির সঙ্গে থাকা চুক্তিটি বাতিল করেছে ইসি এবং বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া, চিঠি দেওয়ার ১৫ দিনের মধ্যে ইসির সব পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে।

 

Read more

Local News