Wednesday, April 23, 2025

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

Share

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) আজ মঙ্গলবার ভোরে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও তিতাস থানার একটি দল। 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জাহিদুলকে গত শনিবার বিকেলে ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় রোববার রাতে মহাখালী ওয়্যারলেস গেট এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন— আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ এবং আল আমিন সানি। 
নতুন গ্রেপ্তার হৃদয় মিয়াজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কুমিল্লা র‌্যাব-১১ এর সহযোগিতায় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে মামার বাড়ি থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।

Read more

Local News