রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আরও আগে হামলা চালানো উচিত ছিল। এই যুদ্ধের জন্য রাশিয়ার আরও ভালোভাবে প্রস্তুত থাকা দরকার ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার বছরের শেষের সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০২২ সালে হামলার জন্য ‘পদ্ধতিগত প্রস্তুতি’ থাকা উচিত ছিল।
এই হামলাকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এর আট বছর পর পুতিন কিয়েভ দখলের চেষ্টা করেন।
চার ঘণ্টার ওই অনুষ্ঠানে পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা, রাশিয়ার পরমাণু পরিকল্পনার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলেন।
‘রেজাল্ট অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন’ শীর্ষক এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার দেশটির প্রধান প্রধান টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।