Wednesday, April 9, 2025

ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু

Share

চট্টগ্রাম: ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে আহত মা জুলেখা খাতুন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরের বেসরকারি সিএসটিসি হাসপাতালে মারা যান জুলেখা খাতুনের ছোট ছেলে মো. মাসুম (৩৫)। তারা ফটিকছড়ির পশ্চিম ভূজপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ভুজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে ছোট ভাই মাসুম ও মা জুলেখা খাতুনকে দা দিয়ে কুপিয়ে জখম করে বড় ছেলে মাওলানা মো. ইয়াছিন।  ঘটনার পর থেকে সে পলাতক।  

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এরপর এই ঘটনা ঘটে।  

শনিবার মাসুমের দাফনের পর রোববার জুলেখা খাতুনের মৃত্যু হয় বলে জানান নিহতদের স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এমআর/টিসি

Read more

Local News